মানচিত্র ডেস্ক:
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিনের কেনা দ্বিতীয় চালান ২০ লাখ ডোজ টিকা আজ রাত ১২ টা ২৫ মি. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী সরকার সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি টিকার দ্বিতীয় চালান এটা।
এর আগে গত ২৫ জানুয়ারি দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান আসে। তার আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার।
বর্তমানে দেশে মোট টিকা এসেছে ৯০ লাখ, এর মধ্যে ব্যবহার হয়েছে ২৩ লাখ ৮ হাজার ১৫৭, মজুদ আছে প্রায় ৬৬ লাখ।
মানচিত্র২৪ ডটকম//এলএইচ//