অবশেষে নিজেদের কেনা ভ্যাকসিন হাতে পেলো বাংলাদেশ। সেরাম থেকে নেয়া অক্সফোর্ড এ্যসটেজেনেকার থেকে তিন কোটি ডোজের প্রথম লটের ৫০ লাখ নিয়ে বেলা সাড়ে এগারোটায় ঢাকায় নামে এয়ারইন্ডিয়ার কার্গো বিমান।
চুক্তি অনুসারে এই তিন কোটি বিতরণের ভার বেক্সিমকো। তাই আগে থেকেই প্রস্তুত ছিলো প্রতিষ্ঠানটির নয়টি ফ্রিজার ভ্যান। লোড আনলোড শেষে এক ঘন্টার আগেই বেরিয়ে আসতে থাকে এক একটি ভ্যান গন্তব্য টঙ্গিতে তাদের বিশেষ স্টোর।
বেক্সিমকো জানায় প্রতিটি ব্যাচের একটি করে স্যাম্পল ঔষুধ প্রশাসনে পরীক্ষা করা হবে। এপ্রুভাল পেলেই শুরু হবে বিতরন প্রক্রিয়া।
প্রতিটি ব্যাচেই বিশেষ ডিভাইস দেয়া আছে কোল্ড চেইন ভেঙ্গে গেলে তা ডিভাইসে রেকর্ড থাকবে। ঠিকটাক মেনটেন না হলে তার দায় বেক্সিমকোর।
এছাড়া ফেব্রুআরিতে দ্বিতীয় চালানের পঞ্চাশ লাখ ডোজ আসার কথা রয়েছে।