মানচিত্র ডেস্ক:
দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও সরবরাহ নেই স্থানীয় বাজারে। এদিকে হঠাৎ করে স্থানীয় বাজার ও বন্দরে বেড়েছে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের দাম।
দুই দিনের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে ৩০ থেকে ৩২ টাকা, আমদানিকৃত পেঁয়াজ কেজিতে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।
চাহিদার তুলনায় আমদানি কমের অজুহাতে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি চাচ্ছে বলে অভিযোগ পাইকারদের। অন্যদিকে স্থানীয় বাজারে দেশীয় পেঁয়াজের গুণগত মান ও চাহিদা ভালো থাকায় দাম বেড়েছে বলছেন খুচরা বিক্রেতারা।
হিলি বাজারের খুচরা বিক্রেতা ফারুক হোসেন জানান, বাজারে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। কারণ দেশি পেঁয়াজের গুণগত মান ভালো হওয়ায় এখন এসব পেঁয়াজের চাহিদা রয়েছে ভোক্তা পর্যায়ে। আর চাহিদা থাকায় দামও একটু বাড়ছে দেশি পেঁয়াজের।
মানচিত্র২৪ ডটকম//এলএইচ//