ট্রেনের কাটা পড়ে নুরুল ইসলাম (২৮) ও রাকিব (২৭) নামে দুইজন নিহত হয়েছে। তার এসিআইয়ের বিক্রয়কর্মী বলে জানা গেছে।
বুধবার (৬ জনুয়ারি) দুপুর ১টায় রাজধানীর খিলগাঁওয়ে খিদমা হাসপাতালের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হোসেন।
তিনি জানান, দুজন রেললাইন পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখন বিপরীত দিক থেকে কমলাপুরগামী ট্রেনের ইঞ্জিনের নিচের কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তারা।
তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাকিব