ট্রাকচাপায় আশিব হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মানিক হোসেন (৩১) নামে আরও একজন।
সোমবার (৪ জানুয়ারি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সন্ধ্যায় জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকার এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, সোমবার বিকালে আশিব হোসেন ও মানিক হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলে ভারতীয় পার্টস কিনতে দিনাজপুরের হিলি বাজারে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকার জিয়ার মোড় নামক স্থানে পৌঁছলে একটি দ্রুতগ্রামী ট্রাকচাপা দেয়।
নিহত আশিব হোসেন বগুড়া উপশহরের মৃত গোলাম রব্বানীর ছেলে ও আহত মানিক হোসেন একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
সাকিব