রায়েরবাগে ট্রাকচাপায় এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. মহসিন আলী। ৬০ বছর বয়সী ওই বৃদ্ধর পরিচয় এখনও জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার এসআই মো. মহসিন আলী জানান, রাতে ফুটওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
সাকিব