বন্দুকধারীদের গুলিতে আফগানিস্তানে নিহত হয়েছেন এক সাংবাদিক।
শুক্রবার (১ জানুয়ারি) আফগানিস্তানে মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ফিরোজ খোদ শহরে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। নিহত সাংবাদিকের নাম বিসমিল্লাহ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘোর প্রদেশের একটি স্থানীয় রেডিও স্টেশনে প্রধান সম্পাদক হিসেবে কাজ করতেন বিসমিল্লাহ আইমাক। কয়েক মাস আগেও একবার তার ওপর হামলা হয়েছিল। ওই বার প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা হয়নি তার।
সম্প্রতি সময়ে আফগানিস্তানে হঠাৎ করেই গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা ঘটনা বেড়ে গেছে। এ নিয়ে গেলো দুই মাসে আফগানিস্তানে অন্তত পাঁচ সাংবাদিক নিহত হলো।
সাকিব