মৌলভীবাজারের প্রথম এমপি লন্ডনে করোনায় মারা গেলেন
শুক্রবার ভোরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীনতার পর মৌলভীবাজারের প্রথম সংসদ সদস্য তোয়াবুর রহিম । তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছরের বেশি।
এ তথ্যটি নিশ্চিত করেছেন মরহুমের পরিবারের সদস্য ও রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।
শাহজাহান খান বলেন, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য।
তার গ্রামের বাড়ি জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফা রা হ পুষ্পিতা