সিরিয়ার একটি বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫ যাত্রী নিহত হয়েছেন। হামলায় আহত হন আরো ১৩ জন।
বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে জানা গেছে, সিরিয়ার দেইর ইজ জোর এবং পালমিরার মাঝ পথে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে হামলার শিকার হয় যাত্রবাহী বাসটি। এ ঘটনায় এখনো কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে। যদিও ওই এলাকাটিতে আইএসের আধিপত্য কমে এসেছে।
সিরিয়া শত্রুমুক্ত করতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। সহায়তা দিয়ে আসছে রাশিয়া।
সাকিব