চুয়াডাঙ্গার ওপর দিয়ে দু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে চলেছে
গত দু’দিন ধরে চুয়াডাঙ্গায় আবার জেঁকে বসেছে শীত।মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ অঞ্চলে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বইছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা এলাকা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। তবে বেলা বাড়লে রোদের প্রখরতায় শীত কিছুটা সহনীয় মাত্রায় থাকছে।
ফা রা হ পুষ্পিতা