‘পাঠান’- ফিল্মে আবারো একসঙ্গে শাহরুখ-দীপিকা
শাহরুখ-দীপিকা জুটি মানেই যেন দর্শকদের বাড়তি প্রত্যাশা, নতুন কোনো চমক। শাহরুখ খানের নায়িকা হিসেবে ‘ওম শান্তি ওম’ সিনেমায় ডাবল চরিত্রে অভিনয় করে অভিষেকেই তারকা বনে যান এই অভিনেত্রী। পরপর ৩টি সিনেমায় শাহরুখের নায়িকা হয়ে সফল জুটির তকমাও জুড়ে দেন নিজেদের নামের পাশে।
তবে অনেকদিন এই জুটিকে পর্দায় দেখেননি তাদের ভক্তরা। অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। ইয়াশ রাজ ফিল্মের নতুন সিনেমা ‘পাঠান’-এ আবারো একসঙ্গে দেখা যাবে তাদের। এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘ দর্শকরা যে আমাদের একসঙ্গে দেখতে চান তা সিনেমাগুলোর সফলতা দেখলেই বোঝা যায়। তাছাড়া শাহরুখের সঙ্গে কাজ মানেই নতুন সাফল্য।’
চলতি বছরের শুরুর দিকে ‘ছাপাক’ সিনেমায় ভিন্নরূপে হাজির হয়েছিলেন দীপিকা। নতুন সিনেমাতেও অন্য এক দীপিকাকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
ফা রা হ পুষ্পিতা