এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পাশ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুধবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ৯৯৯-এ কল পেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, বুধবার বিকেলে শহিদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় মেয়ে নবজাকের মৃতদেহটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি ফেলে গেছে।
শাহবাগ থানা পুলিশ জানান, আগামীকাল ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এস এ