শীত কাব্য
রেবেকা রহমান
ক্ষেতের শরীর জুড়ে এভাবে মিশে
থাক হেম!
সূর্য বিলাস হোক এবেলার
রোদে –
২
পাখি ওড়ে
ওড়ে পাখি
উড়ে যায়
শীত শিষে
৩
বিষাদ এঁকেছে নকশার কাঁথা
শ্রীহীন প্রকৃতির পাতা খুলে,
অগ্রহায়ণমাস
কবিতায় লিখছে নির্যাস!
৪
নরম কুয়াশার ঘামে ভিজছে
সকাল
শীর্ণ নদীর চোখে মেঠোপথ!
দিশাহীন….
৫
জমে আছে রোদ!
শীত আহ্লদে
যদিও হেমন্তকাল
জমে আছে শিশিরের তুলসিতলা