রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা, ৭১.৫ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১২টি ইনজেকশন, ৪৪৫ বোতল ফেনসিডিল ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।
এস এ