আট ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি ‘কাকলি’ ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টায় বাংলাবাজারের উদ্দেশে ফেরি কাকলি কিছু সংখ্যক যানবাহন নিয়ে ছেড়ে গেছে। মাঝ নদীতে আটক পরা ফেরি হুলো শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটের অভিমুখে রওনা হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। এর সঙ্গে ভোগান্তিও বাড়তে থাকে ঘাট পার হতে আসা আগত যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তখন যান আবারও চালু করা হয়। বর্তমানে এই নৌরুট দিয়ে সকল ধরনের যানবাহন চলছে।
ঘন কুয়াশার কারণে রোববার রাত ২টা থেকে এ রুটে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে সোমবার সকালে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করে দেয়া হয়।