রাজশাহীর বাঘা-ঈশ্বরর্দী সড়কের বানিয়াপাড়া এলাকায় গেল শুক্রবার আলুর ট্রাক থেকে ২৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে র্যাব এবং ঢাকা মেট্রো-ট-২৪৩৩৪৫ নম্বরের ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
আটকরা হলেন- শরিয়তপুর সদর এলাকার আক্কাছ আলীর ছেলে হেলফার লিটন আলী ও পটুয়াখালী সদর এলাকার মেরাজ খানের ছেলে ট্রাকচালক হুমায়ন কবির।
জানা যায়, রাজশাহীর মোহনপুরের ‘দেশ কোল্ড স্টোর’ থেকে একটি ট্রাকে আলুভর্তি করে বাঘা-ঈশ্বরদী সড়ক দিয়ে পটুয়াখালির আমতলীতে যাচ্ছিল। বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিক্তিতে ট্রাকটির পথরোথ করে তল্লাশি করে র্যাব। এ সময় আলুর বস্তা থেকে ২৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাসার আলী নামে আরেক ট্রাক হেলপার মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে বাঘা সীমান্ত এলাকার মীরগঞ্জ থেকে এক বস্তা ফেনসিডিল আলুর মধ্যে নিয়ে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে বলে জানান ট্রাকচালক হুমায়ন কবির।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, র্যাবের ইন্সপেক্টর মামুন হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।
এস লাবনী