বিজয়ের মাসেই পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি মাসের (ডিসেম্বর) ১০ তারিখের মধ্যেই পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসে যাবে।
আজ শুক্রবার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আজ সকালে পদ্মা সেতুর ৪০তম স্প্যানটি বসানো হয়েছে। আর মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে পদ্মা সেতু। অবশিষ্ট স্প্যানটি চলতি মাসের ১০ তারিখের মধ্যেই বসবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, সবার জন্য এ সুখবরটি জানাতে চাই, এই বিজয়ের মাসেই পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে।
এ সময় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী।
এস এ
১ comment
কয়েকদিন মাত্র বয়স এই পত্রিকাটির অথচ গড়নে্ গঠনে পরিপক্ক ও সমৃদ্ধ ৷ আমাদের মত বিদগ্ধ সকল পাঠককে এর সাথে জড়িয়ে নিতে পারলেই দৃশ্যমান সফলতা পেয়ে যাবে আশা করি ৷